খুলনার ডুমুরিয়ার কাঞ্চনপুর ঈদগাহ মোড়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক ও ৯টি গরুর প্রাণহানি হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক শাহিনুর মোড়ল (৪৫) যশোরের কেশবপুর উপজেলার হাড়িয়াঘোপ এলাকার হায়দার আলি মোড়লের ছেলে।
চুকনগর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস সাতক্ষীরা দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা গরুবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক শাহিনুরসহ তিন জন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে শাহিনুর মারা যান।
এছাড়া ট্রাকে থাকা ৯টি গরুর প্রাণহানি হয়েছে বলে জানান ওসি।
—ইউএনবি
আরও পড়ুন
আসেন দেশকে ভালোবাসি, নির্বাচনের ব্যবস্থা করি: ফারুক
পলকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা
হ্যাকারের টার্গেটে ৩০০ কোটি জি-মেইল অ্যাকাউন্ট