January 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 14th, 2022, 7:36 pm

‘লাল সিং চাড্ডা’কে বিশেষ সম্মান দিল অস্কার কর্তৃপক্ষ!

অনলাইন ডেস্ক :

আমির খান অভিনীত বহু প্রতীক্ষিত ও আলোচিত ছবি ‘লাল সিং চাড্ডা’ মুক্তি পেয়েছে গত শুক্রবার। আর এরপর থেকেই সমালোচনার ঝড় শুরু হয়েছে মুভিটি ঘিরে। আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ হলিউড অভিনেতা টম হ্যাঙ্কস অভিনীত‘ফরেস্ট গাম্প’ ছবিটির অফিশিয়াল রিমেক। ১৯৯৪ সালে অস্কারে ১৩টি বিভাগে মনোনীত হয়েছিল ‘ফরেস্ট গাম্প’। সে সময় ছবিটি জিতে নিয়েছিল সেরা অভিনেতা, সেরা পরিচালনা, সেরা এডিটিং, সেরা ভিজুয়াল এফেক্টস, সেরা অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে ও সেরা ছবির পুরস্কার। হলিউড ফরেস্ট গামের রিমেক হলেও আমিরের এই ছবিটি তৈরি করা হয়েছে ভারতের প্রেক্ষাপটে। ছবিটিতে উঠে এসেছে ১৯৯২ সালের বাবরি মসজিদ ধ্বংসের কাহিনি, গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদির উত্থানের গল্প। নব্বইয়ের দশক থেকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তিত রূপের আদলেই সাজানো হয়েছে পুরো ছবির চিত্রনাট্য। ভারতের হিন্দুত্ববাদী সংগঠন এবং নেটিজেনদের একটি অংশ এ ছবি বয়কট করেছে। এদিকে লেখিকা তসলিমা নাসরিনসহ বলিউডের বেশ কয়েকজন তারকা ছবিটি দেখে আমিরের প্রশংসা করেছেন। সেই প্রশংসার ঝুড়ি আরও ভরিয়ে তুলল অস্কার কর্তৃপক্ষ। একাডেমি অ্যাওয়ার্ডসের সোশ্যাল মিডিয়ার পেজে একটি ভিডিও আপলোড করে আমিরকে শুভেচ্ছা জানিয়েছে তারা। আপলোড করা ভিডিওতে কোলাজে উঠে এসেছে হলিউড অভিনেতা টম হ্যাঙ্কস অভিনীত ছবি ফরেস্ট গাম্প এবং আমির খান অভিনীত লাল সিং চাড্ডা। অস্কারের তরফ থেকে এই শুভেচ্ছা পেয়ে আবেগাপ্লুত হয়েছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্টখ্যাত আমির খান। সূত্র: সংবাদ প্রতিদিন