অনলাইন ডেস্ক :
নৌযানে জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা থেকে বাড়িয়ে ৩৩ টাকা করা হয়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে লঞ্চের ভাড়া ৩০ শতাংশ বাড়িয়েছে সরকার, যা মঙ্গলবার থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।
১০০ কিলোমিটারের কম দূরত্বে প্রতি কিলোমিটারের লঞ্চ ভাড়া ২ টাকা ৩০ পয়সা থেকে ৭০ পয়সা বাড়িয়ে করা হয়েছে ৩ টাকা।
আর দূরত্ব ১০০ কিলোমিটারের বেশি হলে ভাড়া ২ টাকা থেকে ৬০ পয়সা বাড়িয়ে ২ টাকা ৬০ পয়সা করা হয়েছে।
দুই ক্ষেত্রেই ভাড়া বেড়েছে অন্তত ৩০ শতাংশ। লঞ্চের ভাড়া পুনর্নির্ধারণে গঠিত কমিটির সুপারিশে এই নতুন হার চূড়ান্ত করা হয়েছে বলে মঙ্গলবার জারি করা প্রজ্ঞাপনে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।
এছাড়া নৌযানে জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা থেকে বাড়িয়ে ৩৩ টাকা করা হয়েছে। নতুন এই ভাড়া মঙ্গলবার থেকেই কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
আরও পড়ুন
পাঠ্যপুস্তক বোর্ডের সামনে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ
পরিচালক রফিকুল আমীনসহ ১৯ জনের ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত
এইচএমপিভি ভাইরাস থেকে বাঁচতে যেসব কাজ করবেন