January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 16th, 2022, 7:42 pm

জেনিফার প্রসঙ্গে যা বললেন রোশান

অনলাইন ডেস্ক :

আত্মপ্রচারের জন্য উন্মাদ হয়ে গেছেন আশীর্বাদ চলচ্চিত্রের প্রযোজক জেনিফার ফেরদৌস, এমনটাই মন্তব্য করলেন একই চলচ্চিত্রের নায়ক জিয়াউল রোশান। নিজের ফেসবুক হ্যান্ডেলে সোমবার রাতে এ মন্তব্য করেন তিনি। যদিও নাম উল্লেখ করেননি রোশান। তবে পোস্টের শেষে আশীর্বাদ চলচ্চিত্রের কথা উল্লেখ করতে সেটা স্পষ্ট হয়ে গেল। রোশান বলেন, ‘একটা মানুষ কতোটা উন্মাদ হলে নিজের প্রচারের জন্য এমন করতে পারে! আমার আড়াইটা ছবি রিলিজ হয়েছে বললেন মানলাম। আপনারতো একটাও হয়নি। ও আল্লাহ আমাকে ধৈর্য দাও। ’ সাধারণের মনোযোগ আকর্ষণের জন্যই এমনটা করছেন বলে মনে করেন রোশান। অভিনেতা বলেন, ‘সস্তা ওয়েতে পাবলিক এটেনশন পেতে আপনি যে এত পাগলামি করছেন, মানুষতো আপনাকে খারাপ ভাবে নিচ্ছে বোন? এইসব এটেনশন দিয়ে কিছু হয়না কারো। বিকল্প কিছু করো। দেখুন ছবিটাতো আমি করেছিলাম এম.ডি ইকবাল ভাইয়ের জন্য। র সরকারি অনুদান এর ছবি সেটাও একটা কারণ। ভেবেছিলাম তার মতো ভালো ছবি বানাবেন। ’ ককপিটের এই অভিনেতা বলেন, ‘ইন্ডাস্ট্রিটাকে আগে বুঝেন। কার সম্পর্কে কি ভাবে মন্তব্য করতে হয় সেটা বুঝেন। আপনার এখনো ছবি রিলিজ হয়নি,আগে মন দিয়ে সেটা রিলিজ করেন। নিজের সিনেমাটাকে অন্তত ভালোবাসেন। সিনেমার ক্ষতি করবেন না প্লিজ। নেক্সট প্রোগ্রামগুলোও নাহয় একাই কইরেন যেন শুধুমাত্র আপনাকে ভিডিও তে দেখা যায়, তাও সিনেমার ক্ষতি করবেন না। ’ অপ্রয়োজনীয় ডিরেকশনের জন্য শুটিং বন্ধ ছিল বলেও জানালেন ‘রক্ত অভিনেতা। জিয়াউল রোশান বলেন, ‘আমি ডিরেক্টরকে ডিরেকশন দেইনা বোন। আপনার অপ্রয়োজনীয় ডিরেকশনের জন্য শ্রদ্ধেয় পরিচালকই শুটিং অফ রেখেছিলেন। শুভ কামনা। আশীর্বাদের পাশে আছি, থাকবো। আপনার পরিচালক আমাকে অনেক ভালোবাসেন। ’