অনলাইন ডেস্ক :
ইসলামিক সলিডারিটি গেমসের রিকার্ভ এককে দেশসেরা দুই আর্চার রোমান সানা ও দিয়া সিদ্দিকী হতাশ করেছেন। এককের পদকের লড়াইয়ের আগেই ছিটকে গেছেন তাঁরা। দুজনই বিদায় নিয়েছেন কোয়ার্টার ফাইনালে। রিকার্ভ এককে পদকের লড়াইয়ে থাকতে পারেননি বাংলাদেশের অন্য আর্চারদেও কেউ। রোমান আইভরি কোস্ট ও উজবেকিস্তানের দুই আর্চারকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন। সেখানে উজবেকিস্তানেরই আরেক আর্চার অজুদবেক উনগালভের কাছে ৬-০ ব্যবধানে হেরে গেছেন অলিম্পিকে যোগ্যতা অর্জন করে খেলা এই আর্চার। দিয়ার লড়াই থেমেছে তুরস্কের ইয়াসমিন আনাগজের কাছে ৭-৩ ব্যবধানে হেরে। এই ইভেন্টে নাসরিন আক্তার শেষ ষোলোতে এবং বিউটি রায় দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিয়েছেন। ছেলেদের মধ্যে সাগর ইসলাম অলিম্পিক পদকজয়ী তুরস্কের মেত গ্যাজজের কাছে হেরেছেন শেষ ষোলোতেই। তুরস্কেরই একে সামেতের কাছে হেরে হাকিম আহমেদ বিদায় নিয়েছেন কোয়ার্টার ফাইনালে। সন্ধ্যায় কম্পাউন্ড ইভেন্টের এককের লড়াই। কম্পাউন্ড মেয়েরে দলগত ইভেন্টে অবশ্য এর মধ্যেই ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।
আরও পড়ুন
চমক দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, বাদ সাকিব-লিটন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল