জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে নিষিদ্ধ জল ধ্বংস ও জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (১৬ আগস্ট) উপজেলার ইছাপুর ইউনিয়নের আড়িয়ল বাজারের পার্শ্ববর্তী খাল থেকে ৩ টি জগৎবেড় জাল ও ১টি খড়াজাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ২,০০,০০০ টাকা।
পরবর্তীতে উপজেলার চান্দুরা ইউপির আমতলী বাজারে অভিযান পরিচালনা করে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবসায়ী সারওয়ার রহমানের দোকান থেকে ৯টি রিং জাল ও ৩৫০ পাউন্ড কারেন্ট জাল জব্দ করা হয় সাথে ৫০,০০০ টাকা জরিমানা করা হয় অনাদায়ে ১ মাসের জেল প্রদান করা হয় ।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে , পৃথক অভিযানে বাজার মূল্য মোট ৪,৫০,০০০ টাকার জাল জব্দ করা হয়, পরক্ষনে উপজেলা কম্পাউন্ডের সামনে আগুনে পুড়িয়ে তা ধ্বংস করা হয়।।
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী