সাতক্ষীরার দেবহাটায় বালুবাহী ট্রাকচাপায় এক আখ ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার সকাল ৬টার দিকে উপজেলার সখিপুর ইউনিয়নের টেলিফোন টাওয়ার সংলগ্ন মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম (৪৫) দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের নারিকেলী গ্রামের পিয়ার আলীর ছেলে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহ জানান, প্রতিদিনের ন্যায় আবুল কালাম তার চাষকৃত আখ জমি থেকে তোলার জন্য বাড়ি থেকে বের হন। এই সময় সখিপুর টেলিফোন অফিসের কাছাকাছি আসলে পেছন খুলনাগামী একটি বালু ভর্তি ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা আহ আবুল কালামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, গত ২৮ মে নিহতের ভাই আব্দুল লতিফ মৎস্য ঘেরে অবস্থানকালে বজ্রপাতে মৃত্যু হয়। দুই মাসের ব্যবধানে একই পরিবারের দুজনের মৃত্যু হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
—ইউএনবি
আরও পড়ুন
ট্রাম্পের হোটেলের সামনে টেসলার গাড়ি বিস্ফোরিত, চালক নিহত
সিগারেট খাওয়া ক্ষতিকর, সেটা নিষিদ্ধ হোক : শাহরুখ খান
ইসলামে সম্মানিত মাস রজব