অনলাইন ডেস্ক :
দীর্ঘ ৯ মাস যুক্তরাষ্ট্রে থাকার বুধবার দুপুরে এসে ঢাকায় পৌঁছেছেন ঢালিউড কিং সুপারস্টার শাকিব খান। শাকিবকে একনজর দেখার জন্য শতাধিক ভক্তরা সকাল থেকে অপেক্ষা করেছে বিমানবন্দরের বাইরে।বিমানবন্দরে নেমেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শাকিব খান। সে সময় বলেছেন, আমি মাত্র দেশে পা রাখলাম। অনেক সুখবর আসবে সামনে। অনেক ভালো কিছু অপেক্ষা করছে। বিদেশে থাকার ৯ মাস আমার চেষ্টা ছিল যে আমাদের বাণিজ্যিক সিনেমার বিশ্ববাজারে কীভাবে তুলে ধরা যায়।নায়কের মতে সিনেমায় ভাষা কোন ব্যাপার না। তিনি বলেন কোরিয়ান সিনেমা, তামিল সিনেমা বিশ্বে বেশ জনপ্রিয়। আমার মূল লক্ষ্য ছিল সেটা আমি এই লক্ষ্য নিয়েই বিদেশে গিয়েছিলাম। একপর্যায়ে তিনি বলেন ভক্তরা তাকে এত ভালোবাসে সেটার প্রতি তিনি কৃতজ্ঞ। সকাল থেকে যারা অপেক্ষা করছে, আর যারা আসতে পারেননি সবার জন্য ভালোবাসা। বিমানবন্দরের বাইরে দেখা গেছে ফুল, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে অপেক্ষারত অনেক ভক্ত। শুধু প্রিয় নায়ককে একনজর দেখার জন্য এ অপেক্ষা। গরম উপেক্ষা করে ভক্তরা দাঁড়িয়ে আছেন সেখানে। তারা হাতে করে নিয়ে এসেছেন বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও ফুল। সেগুলোতে শাকিবকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন বাক্য লেখা। একটি ব্যানারে লেখা ‘সুপারস্টার শাকিব খানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে লাল গোলাপ শুভেচ্ছা। এ ভালোবাসা চলবে, সূর্য যত দিন জ্বলবে’।
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!