অনলাইন ডেস্ক :
২০১৬ সালে নিজেদের ব্যক্তিগত বিমানে অপ্রত্যাশিত এক ঘটনার মধ্য দিয়ে আলাদা হয়ে যান ব্রাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলি।২০১৬ সালে অ্যাঞ্জেলিনা জোলি এ ব্যাপারে একটি মামলাও করেছিলেন। মামলার বিষয়বস্তু ছিল শারীরিক নির্যাতন। জোলির অভিযোগ তার প্রাক্তন স্বামী তাকে শারীরিক ও মৌখিকভাবে লাঞ্ছিত করেছিলেন।২০১৬ সালে বিচ্ছেদ হওয়ার পর অসংখ্য আইনি লড়াইয়ে জড়ান পিট জোলি। এফবিআই এজেন্টের নোট অনুসারে, জোলি অভিযোগ করেন পিট তাকে বিমানে শারীরিকভাবে আঘাত করেন এবং চিৎকার চেঁচামেচি করেন। তখন তিনি তার ক্ষতবিক্ষত কনুইয়ের একটি ছবি পুলিশের কাছে দিয়েছিলেন। যদিও এ ব্যাপারে সব অভিযোগ অস্বীকার করেন পিট।২০০০ সালে ২৯ জুলাই জেনিফার অ্যানিস্টনের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন পিট। পরে তাদের ডিভোর্স হলে হলিউড সুপারস্টার আঞ্জেলিনা জোলির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান এই সুদর্শন নায়ক। জোলির সঙ্গে পিটের ছয় সন্তান রয়েছে। যাদের মধ্যে তিনজনকেই দত্তক নিয়েছেন এই দম্পতি। ২০১৪ সালে বিয়ে করলেও ২ বছর পরই সম্পর্কের ইতি টানেন পিট-জোলি দম্পতি।সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!