অনলাইন ডেস্ক :
স্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলের ভয়াবহ দাবানল পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সোমবার পর্যন্ত পুড়ে গেছে অন্তত সাত হাজার হেক্টর বনাঞ্চল। জীবন বাঁচাতে এরইমধ্যে দেড় হাজার মানুষ পালিয়ে অন্য জায়গায় আশ্রয় নিয়েছে। দেশটির জারাগোজা প্রদেশের দাবানল নিয়ন্ত্রণে এনেছে দমকল বাহিনী।তিনটি দাবানলে পুড়ছে স্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চল। প্রতি ঘণ্টায় পুড়ে যাচ্ছে শত একর বনাঞ্চল।কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় সোমবার পর্যন্ত আগুনে ১৭ হাজারের বেশি একর বনাঞ্চল পুড়ে গেছে। আগামী এক দুদিনের মধ্যেই এই সংখ্যা ২০ হাজার একরে গিয়ে ঠেকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।অঞ্চলটিতে আগুন নিয়ন্ত্রণে দিনরাত কাজ করে যাচ্ছে শত শত দমকলকর্মী। তবে, তীব্র গরমের কারণে বেশ বেগ পেতে হচ্ছে তাদের। দাবানল সংঘটিত অঞ্চল থেকে জীবন বাঁচাতে নিরাপদ আশ্রয়ে পালিয়ে যাচ্ছে সাধারণ মানুষ।এক নাগরিক বলেন, খুব দ্রুত যেন সবকিছু ঘটে গেল। প্রয়োজনীয় সামান্য জিনিস সঙ্গে নিতে পেরেছি। দমকলকর্মীরা অনেক সাহায্য করেছেন আমাদেরকে।এটা ভয়াবহ। জীবনে এমন অবস্থার মুখোমুখি হতে হবে তা কল্পনাও করিনি। একটা মাত্র ব্যাগ নিতে পেরেছি। দেশটির জারাগোজা প্রদেশের দাবানল নিয়ন্ত্রণে এসেছে। নিজ বাড়িতে ফিরতে শুরু করেছে মানুষ। তবে, মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে অঞ্চলটিতে প্রায় ২০ হাজার একর বনাঞ্চল পুড়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
আরও পড়ুন
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
দাবানলে পুড়ছে হলিউড হিলস
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩