Tuesday, July 27th, 2021, 1:28 pm

চরম আবহাওয়া বিপর্যয়ের মুখে ইউরোপ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

ইউরোপজুড়ে দেখা যাচ্ছে প্রকৃতির বিপরীতমুখী প্রভাব। মহাদেশটির দক্ষিণাঞ্চল পুড়ছে দাবানলে। অন্যদিকে পশ্চিমাঞ্চল ভাসছে বন্যায়। এমনি বিরুপ আবওহাওয়া বিপর্যয়ের মুখে অসহায় হয়ে পড়েছে সাধারণ মানুষ।

কোথাও প্রবল বৃষ্টি, বন্যা, কোথাও দেখা মিলছে বিপরীত চিত্র-দাবানল। এমনি চরম আবওহাওয়া বিপর্যয়ের মুখে পড়েছে বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম মহাদেশ ইউরোপ।

যুক্তরাষ্ট্র ও কানাডার পর এবার দাবনালে পুড়ছে ইউরোপের দক্ষিণাঞ্চল। সম্প্রতি সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে সাইপ্রাস, কিউবা, তুরস্কসহ ইউরোপের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি দেশে।