অনলাইন ডেস্ক :
সাম্প্রতিক সময়ে ‘টান’ দিয়ে বুবলী, ‘খাঁচার ভেতর অচিন পাখি’ দিয়ে তমা মির্জা, ‘পরাণ’ দিয়ে মিম চমকের পর এবার মেকিং মাস্টার রায়হান রাফী হাজির হলেন তাসনিয়া ফারিণকে নিয়ে। এবারও চমকে দিলেন তিনি। ‘পরাণ’র পর অক্টোবরে আসছে নির্মাতার আরেক চমক ‘দামাল’। তবে এর মধ্যে সামনে এলো এই পরিচালকের আরও একটি কাজ ‘নিঃশ্বাস’। এ ছবিটি তৈরি করা হয়েছেন ওটিটি প্ল্যাটফর্মের জন্য। গত শনিবার এসেছে এর টিজার। যেখানে অস্ত্রহাতে গ্যাংস্টারের আদলে পাওয়া গেছে অভিনেত্রী তাসনিয়া ফারিণকে। ১ মিনিটের এই টিজারটা সম্পন্ন করা হয়েছে একটি মাত্র শটে। টিজারে দেখা যায়, বিধ্বস্ত লম্বা একটি কক্ষের আশপাশ থেকে আসছে বৈদ্যুতিক শর্টসার্কিটের শব্দ। সঙ্গে আলোর ঝলকানি। এরমধ্যেই ফ্রেমে ঢোকে অটোমেটিক রাইফেলের নল। যা হাতে নিয়ে এগিয়ে যান ফারিণ। জানা যায়, জঙ্গিবাদের থাবায় তরুণদের মগজ ধোলাই হওয়াকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও ইমতিয়াজ বর্ষণ। পরিচালক রায়হান রাফী বলেন, ‘আমি আসলে খুব ভাগ্যবান। সেই সাথে খুব খুশি যে আমার সিনেমা প্রেক্ষাগৃহে চলছে আবার ওটিটিতেও আসবে। এটা এখন পর্যন্ত আমার করা সবচেয়ে এক্সপেরিমেন্টাল কাজ।’ পরপর কয়েকটি কাজ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আসলে সিনেমার মধ্যেই থাকি। গল্পের মধ্যে থাকি। আমি যখন থেকে সিনেমাতে কাজ শুরু করেছি তখন থেকে ১ সপ্তাহের জন্য ব্রেক নেইনি। আমি কাজের মধ্যে থাকতেই পছন্দ করি। এজন্য বোধহয় দর্শককে এত এত সিনেমা দিতে পারছি।’ তিনি জানান, কেন্দ্রীয় চরিত্র ছাড়াও এতে ৫০’র ওপরে শিল্পী কাজ করেছেন। শিগগিরই সিনেমাটি দেখা যাবে চরকিতে।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত