অনলাইন ডেস্ক :
অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নার বিগ ব্যাশে সর্বশেষ খেলেছেন ২০১৩ সালে, সিডনি থান্ডার্সের হয়ে। দীর্ঘ ১০ বছর পর ফের নিজ দেশের ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন ওয়ার্নার। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া এই ক্রিকেটার দুই আসরের জন্য চুক্তি করেছেন সিডনি থান্ডার্সের সঙ্গে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর এসেছিল, বিগ ব্যাশে না খেলে সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগে খেলবেন ওয়ার্নার। তবে সেই খবরকে ভিত্তিহীন প্রমানিত করে থান্ডার্সে নাম লেখালেন এই মারকুটে ব্যাটার। বিগ ব্যাশে প্লাটিনাম ক্যাটাগরির খেলোয়াড় হিসেবে তিন লাখ চল্লিশ হাজার অস্ট্রেলিয়ান ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় সোয়া ২ কোটি টাকা) পাবেন ওয়ার্নার। এই অর্থের একটি অংশ পরিশোধ করবে সিডনি থান্ডার্স, বাকিটা দেবে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়া জাতীয় দলের খেলা থাকায় এবারের বিগ ব্যাশের সব ম্যাচ খেলা হবে না এই বাঁহাতি ওপেনারের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিডনি টেস্টের পর পাঁচটি ম্যাচ খেলবেন ওয়ার্নার। এরপর আবার চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া দলের সঙ্গে ভারত সফরে যাবেন তিনি।
আরও পড়ুন
চমক দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, বাদ সাকিব-লিটন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল