জেলা প্রতিনিধি, ডাুমড্যা (শরীয়তপুর) :
শরীয়তপুর ঢাকা মহাসড়কে যাত্রবাহী অটোরিক্সা ও মটরসাইকেলে মুখোমুখি সংর্ঘষে উল্টে পরে যায় মাছের ঘ্যারে ৬ জন আহত হয়েছে। গত ১৯ শে আগস্ট সন্ধ্যা ৭ ঘটিকায় ডামুড্যা উপজেলায় মাঝিরটেক স্থানে সংর্ঘষ হয়। আহতদের একজন হলেন ডামুড্যা ইসলামী ব্যাংক ডামুড্যা শাখায় চাকুরী করেন নাম জানতে চাইলেও অনেকে নাম বলতে পারেননি। উপজেলা আলহাজ¦ ইমাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ইলসাম ধর্ম শিক্ষক আবু তাহের মটর সাইকেলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তার শরীলে কোনো মারাত্মক ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আহতরা যার যার নিজ দায়িত্বে ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। জানা গেছে, ডামুড্যা অটো স্ট্যান থেকে যাত্রী নিয়ে অটোরিক্সা বুড়িরহাট যাওয়ার পথে শরীয়তপুর থেকে মটর সাইকেলে আসার পথে মাঝিরটেক জায়গা নামক এই স্থানে ঘটনা ঘটে। শরীয়তপুর ঢাকা মহাসড়কে পাশে রয়েছে একটি বড় মাছের ঘ্যার। প্রায়ই সময় ভারী যান চলাচলের পথে মাছের ঘ্যার দেখে ড্রাইভারদের মনে কম্পন সৃষ্টি হয় এবং আসার যাওয়ার পথে প্রায়ই সময় ঘটে দুর্ঘটনা। যাত্রীরা বলেন, মহাসড়কে পাশে এতো বড় মাছের ঘ্যার থাকলে যেকোনো দুর্ঘটনা ঘটবেই। তাদের দাবী প্রশাসনের কাছে মাছের ঘ্যার ভরাট করা হউক।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২