January 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 27th, 2021, 7:51 pm

আগামীকাল মুক্তি পাচ্ছে ‘সাহসিকা’

নিজস্ব  প্রতিবেদক :

আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন ভিকটিম তানজিন তিশা। বিচারকের অন্যপাশে একইভাবে আছেন অভিযুক্ত মনোজ প্রমাণিক। আইনজীবীর কালো পোশাকে যুক্তিতর্কে ব্যস্ত রাফিয়াথ রশিদ মিথিলা! আরও একজন আছেন, তারিন জাহান। তিনি নারী পুলিশ। এই চরিত্রগুলো জড়ো করে টিভি ফিচার ফিল্ম ‘সাহসিকা’ নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। যা মুক্তি পাচ্ছে ২৮ জুলাই একযোগে দীপ্ত টিভি এবং ইউটিউব চ্যানেলে। এদিন দুপুর ২টায় প্রচার হবে টিভিতে, একই দিন রাত ৯টায় উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে। তানিম রহমান অংশু জানান, এটা টিভি ফিচার ফিল্ম। যা টিভি দর্শকদের জন্য তৈরি হলো। বর্তমান সময়ে আলোচিত ঘটনা থেকেই ছবিটি নির্মাণ হলো। গল্প প্রসঙ্গে দীপ্ত টিভি জানায়, কলেজ পড়ুয়া ফারিয়ার প্রথম প্রেম মাহাদি। কিন্তু টিনএইজড এই প্রেমে আঘাত লাগলো তখনই, যখন মাহাদির কাছেই তাকে হতে হলো ধর্ষণের শিকার! প্রেম মুছে গেলো, থেকে গেলো গ্লানি। পরিবার থেকেই শুনতে হলো হাজারটা তিরস্কার, ঘটনাটা ধামাচাপা দিতে চাইলো আপন মানুষগুলোই। ওদিকে মাহাদির পক্ষ থেকেও এলো হুমকি। আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই নিজেকে গুটিয়ে নিতে পারতো ফারিয়া। কিন্তু তা না করে বিচার চাইতে এগিয়ে এলো সাহসী ফারিয়া। আর সেই সাহসের সঙ্গী হলো পুলিশ কর্মকর্তা নাদিয়া ও ব্যারিস্টার ফরিদ। আদালতের মঞ্চে চললো ন্যায়-অন্যায়ের আঘাত-পাল্টা আঘাত! এতে ফারিয়ার ভূমিকায় অভিনয় করছেন তানজিন তিশা আর মাহাদির চরিত্রে মনোজ প্রামাণিক। অন্যদিকে পুলিশ কর্মকর্তা নাদিয়ার চরিত্রে তারিন ও ব্যারিস্টার ফরিদ হয়েছেন আশীষ খন্দকার। এছাড়াও আসামি পক্ষের আইনজীবীর চরিত্রে রয়েছেন মিথিলা। ‘সাহসিকা’র চিত্রনাট্য করেছেন আহমেদ খান হীরক ও নাসিমুল হাসান। প্রযোজনা সংস্থা আলফা আইয়ের ব্যানারে নির্মিত হলো টিভি ফিচার ফিল্মটি।