Monday, August 22nd, 2022, 7:40 pm

হলিউডের কালজয়ী অভিনেত্রী ভার্জিনিয়া প্যাটোন আর নেই

অনলাইন ডেস্ক :

হলিউডের কালজয়ী সিনেমা ‘ইট’স আ ওয়ান্ডারফুল লাইফ (১৯৪৬)’ খ্যাত অভিনেত্রী ভার্জিনিয়া প্যাটোন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৭ বছর। গত বৃহস্পতিবার জর্জিয়ার অ্যালবানির এক বৃদ্ধাশ্রমে মৃত্যু হয়েছে অভিনেত্রীর। খবরটি নিশ্চিত করেছে ম্যাথিউজ ফিউনারেল হোম।‘ইট’স আ ওয়ান্ডারফুল লাইফ’ সিনেমায় ভার্জিনিয়া প্যাটোনের চরিত্রটির নাম ছিল ‘রুথ ডাকিন বাইলি।’ ট্রেন স্টেশনে তার একটি দৃশ্য দর্শকমহলে খুব জনপ্রিয়তা পেয়েছিল। সেই দৃশ্যে তিনি সাদা গ্লভস পরে কী করে পপকর্ন খাবেন, তা নিয়ে চিন্তিত ছিলেন। ‘ইট’স আ ওয়ান্ডারফুল লাইফ’ ছাড়াও ভার্জিনিয়া প্যাটোন অভিনয় করেছিলেন থ্যাঙ্ক ইওর লাকি স্টারস (১৯৪৩), জ্যানি (১৯৪৪), হলিউড ক্যানটিন (১৯৪৪) এবং দ্য হর্ন ব্লোজ অ্যাট মিডনাইট (১৯৪৫) ছবিতে। সূত্র: হলিউড রিপোর্টার।