January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 22nd, 2022, 8:34 pm

ইরাকে শিয়া মাজারে ভূমিধসে ৭ জন নিহত

অনলাইন ডেস্ক :

ইরাকের দক্ষিণাঞ্চলের কারবালা শহরে ভূমিধসের কারণে একটি শিয়া মাজারের ছাদ ভেঙ্গে পড়ে শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে। সোমবার কাতারাত আল-ইমাম আলীর মাজারে এ হতাহতের ঘটনা ঘটে।

দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে জানায়, এখনও উদ্ধার কাজ চলছে।

ইরাকের বেসামরিক প্রতিরক্ষা তথ্য অনুযায়ী, ভৌগলিক অবস্থান ও অবকাঠামোগত কারণে প্রাকৃতিকভাবে মাজারটিকে অনেকটা গুহার মতো ছিল। এই এলাকাটি মরুভূমি হওয়ায় এবং সেখানে একটি পানির উৎস থাকায় ভূমিধসের কারণে ছাদ ভেঙ্গে পড়তে পারে। তবে মাজারটির প্রবেশদ্বার, দেয়াল ও মিনার এখনও দাঁড়িয়ে আছে।

তারা জানায়, মৃতদের মধ্যে চারজন নারী, দুজন পুরুষ এবং একজন শিশু।

উদ্ধারকারী দলের সদস্যরা ছয়জনকে জীবিত উদ্ধার করেছে। সোমবার উদ্ধারকারী দল বুলডোজার ব্যবহার করে এবং ধ্বংসস্তূপ অপসারণ করে জীবিতদের সন্ধান চালায়।

তাৎক্ষণিকভাবে ভূমিধসের কারণ জানা যায়নি। বেসামরিক প্রতিরক্ষা অতিমাত্রায় আর্দ্রতাকে কারণ হিসেবে দেখছে।