শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক ঘোষণার প্রতিবাদ ও চার বছরের কোর্স বহাল রাখার দাবিতে কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে।
মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম শহরের প্রেসক্লাবের সামনের চিলমারী সড়কটি ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।
সমাবেশে শিক্ষার্থীরা তাদের বক্তব্যে জানান, গত ১৩ আগস্ট ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী চার বছরের কোর্সকে তিন বছর করার যে পরিকল্পনা ঘোষণা করেছেন, তা অগ্রহণযোগ্য। কারণ স্বল্প সময়ে ডিপ্লোমা শিক্ষার্থীদের সিলেবাস শেষ হবেনা এবং প্রয়োজনীয় দক্ষতাও অর্জিত হবেনা। ফলে চাকরির ক্ষেত্রে তারা বঞ্চনার শিকার হবেন।
এছাড়া প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ, হোস্টেল সুবিধা সম্প্রসারণ,ব্যবহারিক পরীক্ষার জন্য উন্নতমানের যন্ত্রাংশ সরবারহের দাবী জানান তারা।
—-ইউএনবি
আরও পড়ুন
রাত পোহালে জাকসু নির্বাচন, ক্যাম্পাসে উৎসবের আমেজ
ডেঙ্গুতে আরও ২ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৬২৫
মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে আবারও গণপিটুনি, দুই তরুণের মৃত্যু