অনলাইন ডেস্ক :
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি শহরে হচ্ছে ২৮তম আন্তর্জাতিক দাবা ফেস্টিভাল। সেখানে মাস্টার ইভেন্টে ষষ্ঠ রাউন্ডের খেলায় ভারতের গ্র্যান্ডমাস্টার অভিজিৎ গুপ্তাকে হারিয়েছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। ষষ্ঠ রাউন্ড শেষে জিয়াউর রহমান ৬ খেলায় ৪ পয়েন্ট পেয়েছেন। এ ছাড়া আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান সাড়ে তিন পয়েন্ট, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া আড়াই পয়েন্ট ও ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ এক পয়েন্ট অর্জন করেছেন। অভিজিৎ গুপ্তার সঙ্গে জিয়া সাদা ঘুঁটি নিয়ে কিংস ইন্ডিয়ান এ্যাটাক পদ্ধতিতে খেলে ৩২ চালের মাথায় জয়ী হন। আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ভারতের গ্র্যান্ডমাস্টার গেগারি সার্দুলের সঙ্গে ড্র করেছেন। ফাহাদ সাদা ঘুঁটি নিয়ে রেটি ওপেনিং পদ্ধতিতে খেলে ৩৬ চালে ড্র করেন। ভারতের ফিদে মাস্টার অরগ্য গার্গের সঙ্গে ড্র করেন ফিদে মাস্টার তাহসিনও। তবে ফিদে মাস্টার পরাগ ভারতের ফিদে মাস্টার মহিতোষ দের কাছে হেরে গেছেন। এই রাউন্ডে ভারতের এরিগাইসি অর্জুন ও যুক্তরাষ্ট্রের রবসন রে ৫ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছেন।
আরও পড়ুন
বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ
মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম
চ্যাম্পিয়নস ট্রফির জার্সিতে ‘পাকিস্তান’ লেখা নিয়ে আপত্তি ভারতের, খেপেছে পিসিবি