January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 23rd, 2022, 8:11 pm

আফগানিস্তানে বন্যায় ২০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক :

আফগানিস্তানে গত ৪৮ ঘণ্টায় আকস্মিক বন্যায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। সোমবার আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা বলেছেন, ভারী বৃষ্টিপাত হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস করে এবং কৃষি জমির ক্ষতি করেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স। দেশটি এই বছর একের পর এক প্রাকৃতিক দুর্যোগের শিকার হচ্ছে। তীব্র খরা ও জুনে বড় ধরনের এক ভূমিকম্পে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়।আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র মোহাম্মদ নাসিম হাক্কানি বলেছেন, “লোগার প্রদেশে বন্যার কারণে ২০ জন মারা গেছে, ৩৫ জন আহত হয়েছে।” তালেবান সরকার গত বছরের আগস্টে দেশটির দখল নেওয়ার পর থেকে দুর্যোগ মোকাবেলা করে যাচ্ছে। তারা সাহায্যের জন্য বিশ্বের কাছে আহ্বান জানিয়েছে। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিও বার্তায় বলেছেন, “আমরা আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে ইসলামিক দেশগুলি এবং মানবিক সংস্থাগুলিকে জরুরীভাবে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য অনুরোধ করছি।” বৈশ্বিক মানবিক সংস্থাগুলি কয়েক মাস ধরে সহায়তা প্রদান করেছে করে আসছে। কিন্তু তারা সতর্ক করে বলেছে যে, হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে আছে আর তাদের আশ্রয় নেই এবং পান করার মতো পর্যাপ্ত পানিও নেই। মানবিক বিপর্যয় এড়াতে তাদের আরও অ্যাক্সেস এবং তহবিল প্রয়োজন।