January 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 23rd, 2022, 8:27 pm

প্লাস্টিকের ব্যাগ থেকে নবজাতক উদ্ধার!

সিরাজগঞ্জের কামারখন্দে রাস্তার পাশে পড়ে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে একটি নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার জামতলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের একটি রাস্তা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

জানা যায়, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে একজন কলার ফোন করে জানান, তার ছোট বোন তাদের বাড়ির রাস্তার পাশে একটি প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পেয়ে ব্যাগের ভিতরে একটি নবজাতক শিশুকে দেখতে পায়।

কলার আরও জানান, শিশুটি এখনো জীবিত আছে। তাই শিশুটিকে উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য ৯৯৯ এর কাছে অনুরোধ জানানো হয়।

এসময় ৯৯৯- কল টেকার কনস্টেবল জামাল উদ্দীন তাৎক্ষণিকভাবে কামারখন্দ থানায় বিষয়টি জানিয়ে দ্রুত শিশুটিকে উদ্ধারের অনুরোধ জানান।

কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) দানিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ‘সংবাদ পেয়ে কামারখন্দ থানার একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল থেকে পাঁচ/ছয়দিন বয়সী একটি ছেলে শিশুকে উদ্ধার করে।’

তিনি আরও জানান, ‘চিকিৎসার জন্য শিশুটিকে কামারখন্দ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।’

শিশুটির শারিরীক অবস্থা এখন আশঙ্কামুক্ত বলেও জানান তিনি।

—ইউএনবি