চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী দাদনচক মাঠ এলাকা থেকে ৯ লাখ টাকার কচ্ছপের হাড় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে ৯ লাখ টাকার ৬ কেজি ওজনের কচ্ছপের হাড়গুলো উদ্ধার করা হয়।
মঙ্গলবার বিকেলে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নিজস্ব তথ্যের ভিত্তিতে চৌকা বিওপির নায়েক নূর ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সোমবার রাত দেড়টার দিকে দাদনচক মাঠ এলাকায় তিনজন চোরাকারবারীকে দেখে ধাওয়া করলে তারা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা তল্লাশি চালিয়ে বস্তা থেকে ৬ কেজি কচ্ছপের হাড় উদ্ধার করে। যার মুল্য ৯ লাখ টাকা। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
এ ব্যাপরে প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
ফ্ল্যাট দখলের অভিযোগে সাকা চৌধুরীর দুই ভাতিজাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
দুর্নীতির ‘বরপুত্র’ সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা রিসোর্ট থেকে গ্রেপ্তার
ক্যাসিনো–কাণ্ডে আলোচিত সেলিম প্রধান সিসা বার থেকে গ্রেপ্তার