অনলাইন ডেস্ক :
ভারত থেকে দেশে এসেছে আরও ২০০ টন তরল অক্সিজেন। সরাসরি রেলপথে বেনাপোল হয়ে বুধবার সকাল ১০টা ২০ মিনিটে ১০টি কন্টেইনারে এই অক্সিজেন নিয়ে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে পৌঁছায় ‘ইন্দ্রো-বাংলা এক্সপ্রেস’।
শ্চিমাঞ্চল রেলওয়ে ও সেতু থানা পুলিশের উপস্থিতিতে আমদানিকারক প্রতিষ্ঠান লিনডে বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তারা এই অক্সিজেন গ্রহণ করেন। তরল এই অক্সিজেন বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সয়দাবাদ স্টেশনে খালাস করা হচ্ছে। খালাসের পর অক্সিজেন লিনডে বাংলাদেশ লিমিটেডের গাড়িতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে নারায়ণগঞ্জের সেন্ট্রাল অক্সিজেন প্লান্টে নেওয়া হবে।

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক