নিজস্ব প্রতিবেদক, রংপুর :
রংপুরে হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি ও প্রতারনাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ আগষ্ট) দুপুরে স্থানীয় রঙ্গপুর সাহিত্য মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগি মোছাঃ আশা মনি। এ সময় পরিবারের সদস্য হাসি বেগম, আনোয়ারা বেগম, সাথী বেগম, সাবিহা বেগম, সাফিয়া বেগম ও শান্তা বেগম উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, নূরপুর এলাকার আলম মিয়ার স্ত্রী আশা মনিকে একই এলাকার প্রতিবেশী ফারুক মিয়ার স্ত্রী ঝরণা বেগম ও আঃ রহমানের স্ত্রী জাহানারা বেগম পরিবারের অস্বচ্ছলতার সুযোগে কমিউনিটি ভিত্তিক সঞ্চয় ও ঋণ কার্যক্রম সমিতি থেকে ঋণ উত্তোলনের কথা বলে। এজন্য তারা আশা মনিসহ তার শাশুড়ী ও মায়ের নিকট অগ্রণী ব্যাংকের ৩টি ফাকা চেকের পাতা সংগ্রহ করেন। চেকের পাতা নেয়ার ৪ মাস অতিবাহিত হলেও ঋণ না পাওয়ায় আশা মনি চেকের পাতা ফেরত চাইলে তারা টালবাহানা করে। পরে জানা যায় জাহানারা বেগম ঝরনার নিকট ৩টি চেকের পাতার মধ্যে ১টি ৩০ হাজার টাকায় বিক্রি করেন এবং বাকি ২টি চেকের পাতা ফেরত দেয়ার জন্য ২ লাখ টাকা দাবি করেন। কোন উপায় না থাকায় আশা মনি গত ২৩ জুন মেট্রো কোতয়ালী থানায় সাধারণ ডায়রি করেন। অর্থলোভী ঝরনা ও জাহানারা বেগম চেকের পাতায় ১২ লাখ টাকা বসিয়ে ব্যাংক থেকে উত্তোলনের চেষ্টা করলে চেশটি ডিসঅনার হয়ে যায়। পরে গত ১৭ জুন আদালতে মামলা দায়ের করা হয়। সংবাদ সম্মেলনের মাধ্যমে ভূক্তভোগিরা ন্যায় বিচার প্রত্যাশা করেন। ###
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২