অনলাইন ডেস্ক :
বিয়ের ২৫ বছর পর বিবাহবিচ্ছেদ করতে যাচ্ছেন ‘রকি’ খ্যাত তারকা সিলভেস্টার স্ট্যালোন এবং তাঁর স্ত্রী জেনিফার ফ্ল্যাভিন। গত শুক্রবার, ফ্লোরিডার একটি আদালতে স্ট্যালোনের স্ত্রী ফ্ল্যাভিন ‘বিবাহ ভেঙে দেওয়ার এবং অন্যান্য ত্রাণের জন্য’ আবেদন করেছেন। এই দম্পতির তিনটি কন্যা স্কারলেট (২০), সিস্টিন (২৪) এবং সোফিয়া (২৫) রয়েছে। এছাড়াও স্ট্যালোনের আগের দুই সংসারে সেরজিওহ ও সেজ নামে দুই পুত্র রয়েছে। প্রেমময় দম্পতির মধ্যে বিচ্ছেদের গুজব ইন্টারনেটের মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়ার পরে এই খবরটি প্রকাশ্যে আসে। সম্প্রতি সিলভেস্টার স্ট্যালোন তাঁর প্রয়াত কুকুর বুটকুসের চিত্র দিয়ে তাঁর স্ত্রীর মুখের একটি ট্যাটু ঢেকে দিয়েছেন, যা দুজনের সম্পর্কের ভাঙ্গনের ব্যাপারে গুজবটা কিছুটা উস্কে দেয়। এ বিষয়ে এক বিবৃতিতে ফ্লাভিন বলেন, ‘আমি আমার পরিবারকে ভালোবাসি। আমরা বন্ধুত্বপূর্ণভাবে এবং ব্যক্তিগতভাবে এই ব্যক্তিগত বিষয়গুলো সমাধান করছি। ’এই বছরের মে মাসে এই তারকা দম্পতি তাদের ২৫ বছরের বিবাহবার্ষিকী উদযাপন করেছেন। বিবাহবার্ষিকীতে স্ট্যালোন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছিলেন, ‘অবিশ্বাস্যভাবে নিঃস্বার্থ, নিবেদিত, ধৈর্যশীল এই নারী আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ন তা বর্ণনা করার জন্য পর্যাপ্ত শব্দ নেই আমার এবং আমি কেবল চাই আমরা যেন আরও ২৫ বছর পার করি একসঙ্গে। তোমাকে ধন্যবাদ সখি!’ ১৯৮৮ সাল থেকে কয়েক বছর ধরে ডেটিং করার পর এই দম্পতি ১৯৯৭ সালে আবার বিয়ে করেন। এই দম্পতির মধ্যে উল্লেখযোগ্য বয়সের ব্যবধান ছিল। স্ট্যালোন সম্প্রতি ৭৬ বছর এবং ফ্ল্যাভিন ৫৪ বছর বয়সে পা দিয়েছেন। যদিও স্ট্যালোন এর আগে ১৯৮৫ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত অভিনেত্রী ব্রিজিট নিলসেন এবং ১৯৭৪ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত প্রথম স্ত্রী সাশা চেকের সঙ্গে সংসার করেছিলেন, কিন্তু ফ্লাভিনের ছিল এটিই প্রথম বিয়ে। সূত্র : লস অ্যাঞ্জেলস টাইমস
আরও পড়ুন
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত