অনলাইন ডেস্ক :
দীর্ঘ দেড়মাস পর অভিনয়ে ফিরেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। বেশকিছুদিন ধরেই তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। এরপর সেমিস্টার ফাইনাল শুরু হয় সবকিছু মিলিয়ে অনেকদিন ধরেই লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে ছিলেন এই দেবী খ্যাত অভিনেত্রী। সোমবার (২৯ আগষ্ট) ‘দাফন’ নামের একটি ওয়েব সিরিজের মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়ালেন শবনম ফারিয়া। সোমবার (২৯ আগষ্ট) দুপুরে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে ফারিয়া বলেন, ‘প্রায় দেড় মাস ধরে শুটিং থেকে দূরে ছিলাম। ঈদের কাজও করা হয়নি। শারীরিকভাবে আমি সুস্থ ছিলাম না, কিছু জটিলতা ছিল সেসব থেকে আল্লাহর রহমতে এখন পরিত্রাণ পেয়েছি। ’শবনম ফারিয়া রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়ছেন। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কারণেও ব্যস্ত সময় কেটেছে। ফারিয়া বলেন, ‘শারীরিক জটিলতা থেকে সুস্থ হলেও সেমিস্টার ফাইনাল ছিল। গত রোববার ফাইনাল শেষ হয়েছে। তাই অভিনয়ে ফিরলাম। সকলের দোয়া চাই। ’বর্তমানে দাফন নামে যে ওয়েব সিরিজটি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন ফারিয়া সেটির নির্মাতা কৌশিক শংকর। সিরিজের একটি অংশের শুটিং সম্পন্ন হয়েছে কুষ্টিয়ার বিভিন্ন লোকেশনে। এখন রাজধানীর মিরপুর এলাকায় শুটিং হচ্ছে।
আরও পড়ুন
‘আপনাদের মন বলতে কিছু নেই’
প্রতিবছরই এভাবেই বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান: তমালিকা
‘পিনিক’–এ ফার্স্ট লুকে অন্য রকম বুবলী