রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খানের গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম সাহিদা আক্তার (২৫)।
কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসিব বলেন, আকরাম খানের কাছ থেকে খবর পেয়ে রবিবার রাত ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়।
তিনি বলেন, ‘রাতেই মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
—ইউএনবি

আরও পড়ুন
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট
তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালকের মন্তব্যে ক্রিকেটারদের ক্ষোভ