Wednesday, July 28th, 2021, 9:17 pm

বিধিনিষেধ অমান্য করে ঢাকায় গ্রেপ্তার ৫৬২

কোভিড-১৯ এর বিস্তাররোধে সার্বিক চলাচলে কঠোর বিধি-নিষেধ চলাকালীন রাজধানীর বিভিন্ন এলাকার চিত্র। ছবিটি বুধবার তোলা।

নিজস্ব প্রতিবেদক :

কঠোর বিধিনিষেধের ষষ্ঠদিনে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হয়ে রাজধানীতে গ্রেপ্তার হয়েছেন ৫৬২ জন। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এক লাখ ৬১ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৮ জুলাই) এসব ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সারাদেশে লকডাউনের আজ ষষ্ঠ দিন। ব্যক্তিগত গাড়ী ও জরুরী প্রয়োজন ছাড়া যানবাহন না চলাচলের কারণে মানুষ পায়ে হেটেঁ যার যার গন্তব্যে যাচ্ছে। এখনো বাড়ী থেকে ঢাকার পথে মানুষ। ছবি বুধবার রাজধানীর পোস্তগোলা থেকে তোলা।

 

বিকেলে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম। তিনি বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির ৮টি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় সরকারি নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় ৫৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সড়কে যানবাহন নিয়ে বের হওয়ায় ঢাকা ডিএমপি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ ৪৯৭টি গাড়ির বিরুদ্ধে মামলা করেছে। আর জরিমানা করা হয়েছে ১১ লাখ ৭৩ হাজার টাকা।

করোনাভাইরাস মহামারী নিয়ন্ত্রণের লকডাউনে বুধবার সড়কে বেশ কিছু ব্যক্তিগত গাড়ি ও রিকশা চলতে দেখা গেছে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায়।

এডিসি ইফতেখায়রুল ইসলাম আরও বলেন, সরকার করোনা সংক্রমণ রোধে দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ নিশ্চিতে বৃষ্টি উপেক্ষা করে ষষ্ঠদিনেও রাজধানীজুড়ে সক্রিয় ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীতে অকারণে ও নানা অজুহাতে ঘর থেকে বের হওয়ায় ও লকডাউনেও প্রতিষ্ঠান খোলা রাখায় ২০৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এক লাখ ৬১ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়। এর আগে গত মঙ্গলবার সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হয়ে গ্রেপ্তার হন ৫৫৫ জন। আর ২৩৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয় চার লাখ ৮৩ হাজার ৯৭৫ টাকা।