January 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 30th, 2022, 7:18 pm

আবারও আসছে আলোচিত সিরিজ ‘দ্য কার্দাশিয়ানস’

অনলাইন ডেস্ক :

মার্কিন রিয়ালিটি শো দ্য কার্দাশিয়ানসের বহুল প্রতীক্ষিত দ্বিতীয় সিজনের উত্তেজনাপূর্ণ নতুন ট্রেইলার প্রকাশ করেছে হুলু। গত সোমবার সিরিজটির ট্রেইলার প্রকাশিত হয়। দ্বিতীয় সিজনে কার্দাশিয়ানরা তাদের আরো অনেক কিছুর জন্য ফিরে আসার সঙ্গে সামনে ‘পাগলামি’ করার প্রতিশ্রুতিও দিয়েছেন। আগামী ২২ সেপ্টেম্বর থেকে সাপ্তাহিকভাবে শুরু হতে যাওয়া ‘দ্য কার্দাশিয়ান’-এর সিজন দুইয়ের প্রায় দুই মিনিটের অফিশিয়াল ফার্স্ট লুকে কারদাশিয়ান পরিবারের প্রতিটি সদস্য তাদের নিজস্ব সংগ্রাম এবং শেষের বিজয় সম্পর্কে কথা বলেছেন। কিম কার্দাশিয়ান তাঁর ‘স্বাধীনতার মৌসুম’ সম্পর্কে কথা বলেছেন যেখানে প্রাক্তন স্বামী পিট ডেভিডসনের কথা উল্লেখ করেননি। অপরদিকে ট্রেইলারের অন্য একটি দৃশ্যে, কিমের বোন ক্লোয়ে কার্দাশিয়ান বলেছেন, ‘আমি যা দিয়েছিলাম তাঁর মধ্য দিয়ে যাওয়া অবিশ্বাস্যভাবে কঠিন ছিল৷’ ক্লোয়ে এই মাসের শুরুতে ট্রিস্টান থম্পসনের সঙ্গে তাঁর প্রতারণার প্রতিবেদনের মধ্যে সারোগেটের মাধ্যমে তাঁর দ্বিতীয় সন্তানকে স্বাগত জানিয়েছেন। কার্দাশিয়ান পরিবারের আরো বিস্তারিত নিয়ে ‘দ্য কারদাশিয়ান’-এর দ্বিতীয় সিজন ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে ২২ সেপ্টেম্বর পর্দায় আসতে যাচ্ছে। সূত্র : হলিউড রিপোর্টার।