অনলাইন ডেস্ক :
দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা আল আমিন হোসেন আর শফিউল ইসলাম এবং আন্তর্জাতিক অভিষেক না হওয়া রিপন মন্ডলের নাম ছিল বিগ ব্যাশ লিগের পরবর্তী আসরের প্লেয়ার্স ড্রাফটে। কিন্তু বাংলাদেশের এই তিন পেসারের প্রতি কোনো দলই আগ্রহ দেখায়নি। ২৮ আগস্ট অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফটে নাম ছিল আল আমিন হোসেন, শফিউল ইসলাম ও রিপন ম-লের। তিন জনের মাঝে আল আমিন আর শফিউল আন্তর্জাতিক ক্রিকেটে পরিচিত হলেও রিপন ম-লের নাম দেখে সবাই অবাক হয়েছিল। এই ক্রিকেটার চলতি বছর অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দলে ছিলেন। বাংলাদেশের এই তিন ক্রিকেটার ছাড়া আন্দ্রে রাসেল, ফাফ ডু প্লেসির মতো নামীদামি তারকাও বিগ ব্যাশে দল পাননি। প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা ১২ ক্রিকেটারের মধ্যে ৫ জনই অবিক্রিত থেকে গেছেন। উল্লেখ্য, আগামী ১৩ ডিসেম্বর থেকে শুরু হবে বিগ ব্যাশ লিগ। কিন্তু কাছাকাছি সময়ে একাধিক ফ্র্যাঞ্চাইজি লিগ থাকায় সংঘাতের সৃষ্টি হবে। বাংলাদেশ প্রিমিরার লিগের (বিপিএল) জন্য জানুয়ারি-ফেব্রুয়ারিতে উইন্ডো রাখা হয়েছে। কিন্তু একই সময় আরব আমিরাত এবং দক্ষিণ আফ্রিকায় দুটি টি-টোয়েন্টি লিগ শুরু হতে যাচ্ছে। যার ফলে দলগুলো খেলোয়াড় কেনার বিষয়ে ঝামেলায় পড়বে।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর