January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 30th, 2022, 3:53 pm

ডামুড্যা বন্দরে ৭ ব্যবসায়িকে জরিমানা

জেলা প্রতিনিধি, ডামুড্যা (শরীয়তপুর):

ডামুড্যা বন্দরে মনিটরিং করেন ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭ ব্যবসায়িকে ১০ হাজার পাঁচশত টাকা পরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩০ আগষ্ট ) সকাল ১১ ঘটিকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান, এ সময় উপস্থিত ছিলেন ডামুড্যা থানার ওসি শরীফ আহম্মেদ। দোকানের মালামাল মেইন সড়কে রাখার অপরাধে সাদিয়া স্টোর ১ হাজার, মৃধা স্টোর ২ হাজার, মদিনা স্টোর ২ হাজার, ডামুড্যা বন্দরের ব্যাংক রোডে ফল ব্যবসায়ী মেইন সড়ক জুড়ে রাখায় ব্যাংকে আসা যাওয়ার লোকজনের সমস্যার কারণে নিপু ফল ভান্ডারকে ২ হাজার টাকা, ইমরান ২ হাজার টাকা, ইসমাইল বাবুর্চি ৫০০ টাকা। ডামুড্যা বন্দরে মেইন সড়কগুলি বিভিন্ন ব্যবসায়ীরা জুড়ে রাখায় জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন ডামুড্যা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শফিকুল্লাহ বেপারী।