অনলাইন ডেস্ক :
নিউজিল্যান্ডের টিম সাউদিকে টপকে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারে দ্বিতীয়স্থানে উঠেছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান। গতরাতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে বল হাতে ৪ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট নেন রশিদ। এই ৩ উইকেট শিকারের মাধ্যমে সাউদিকে টপকে যান রশিদ। ৬৮ ম্যাচে রশিদের উইকেট এখন ১১৫। আর ৯৫ ম্যাচে সাউদির ঝুলিতে আছে ১১৪ উইকেট। টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট শিকারের বিশ্ব রেকর্ডটি বাংলাদেশের সাকিব আল হাসানের দখলে। ১০০ ম্যাচে ১২২টি উইকেট নিয়ে শীর্ষে টাইগার অধিনায়ক সাকিব। সাকিবের পর দ্বিতীয় স্থানে আছেন রশিদ।
আরও পড়ুন
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর
৪৫ ছক্কায় দিন পার, তামিমের চাওয়া ‘বড় বাউন্ডারি’
ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করল বাংলাদেশ