জেলা প্রতিনিধি, শেরপুর (ঝিনাইগাতী) :
শেরপুরের ঝিনাইগাতীতে নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে অন্তর (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩১শে আগষ্ট) দুপুর বেলা বানিয়াপাড়া বুড়াপিরের দরগাহ খালে এ ঘটনা ঘটে। নিহত অন্তর মালিঝিকান্দা ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের আব্দুল কাশেম এর একমাত্র ছেলে। নিহত অন্তর শেরপুর জেলার ডাক্তার সেকান্দর আলী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ বুধবার দুপুরে সে পার্শ্ববর্তী নদীতে মাছ ধরতে যায়। পরে মাছ ধরার সময় পা পিছলে পানিতে পড়ে ডুবে যায়। পরবর্তীতে আশে পাশের লোকজন ছুটে এসে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন। স্থানীয়রা অন্তরকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্তর সাঁতার জানত না বলে তার পরিবার সূত্রে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন
বিকেএসপি’তে আমন্ত্রণমূলক আন্তর্জাতিক বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের শুভ উদ্বোধন
অসহায় তিন নারীর মুখে ফুটল আশার হাসি — প্রতিশ্রুতি রাখলেন কায়কোবাদ
টাঙ্গাইলে ব্যাটারি রিকশার দাপট: বাড়ছে দুর্ঘটনা ও যানজট