জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ জার্মান দূতাবাসের রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার।
বুধবার (৩১ আগষ্ট ২২) বিকেলে নগর ভবনে জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার সিসিক মেয়রের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তার বেটিনা ট্রোস্টারও সাথে ছিলেন।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ও রাষ্ট্রদূত আখিম ট্রোস্টারের সৌজন্য সাক্ষাতে দুই দেশের বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী মো. নূর আজিজুর রহমান, সচিব ফাহিমা ইয়াসমিন, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাস, আইটি কনসালটেন্ট মো. সাদাত খান, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ প্রমুখ।
আরও পড়ুন
গঙ্গাচড়ায় জেন্ডার সমতা ও বৈষম্য নিরসনে নাগরিক প্ল্যাটফর্ম গঠন
বাবুগঞ্জে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন
মুরাদনগরে ভুক্তভোগী ওই নারীর বাড়িতে বিএনপি নেতা কায়কোবাদ