January 25, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 2nd, 2022, 8:56 pm

গাইবান্ধায় ৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার মহিমাগঞ্জের বাঙ্গালী নদে পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতা শুরু হয়েছে।

প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ২৪টি নৌকা অংশ গ্রহণ করেছে।

প্রতিযোগিতাটি উপভোগ করতে গোবিন্দগঞ্জের বাঙ্গালী নদীর তীর জনস্রোতে সৃষ্টি হয়। নারী-পুরুষ, যুবক-যুবতীসহ নানা বয়সের মানুষেরা বাঙ্গালীর দুই পাড় কানায় কানায় ভরে যায়।

এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য কেএম জাহাঙ্গীর আলম, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধান. উপজেলা স্বেচ্ছা সেবকলীগের হামিদুল ইসলাম সহ অন্যরা।

জানা যায়, ৫দিনের নৌকা বাইচ শেষে বিজয়ী দলকে একটি গরু এবং রানার্স আপ দলকে একটি খাসি পুরস্কার হিসেবে দেয়া হবে।

—ইউএনবি