অনলাইন ডেস্ক :
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক তানভীর মোকাম্মেল। ‘নদীর নাম মধুমতি’, ‘চিত্রা নদীর পারে’, ‘লালসালু’, ‘লালন’, ‘রূপসা নদীর বাঁকে’-এর মতো চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। এবার পল্লীকবি জসীমউদ্দীনের কাব্যগ্রন্থ ‘সোজন বাদিয়ার ঘাট’ রুপালি পর্দায় নিয়ে আসছেন এই বরেণ্য নির্মাতা। তানভীর মোকাম্মেল তার অফিসিয়াল ফেসবুকে জানিয়েছেন, সিনেমাটিতে কে কে অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত হয়নি। এখন অভিনয়শিল্পী ও শুটিংয়ের লোকেশন নির্বাচনের কাজ চলছে। সিনেমাটির কাস্টিং ডিরেক্টর ও পোশাকের দায়িত্ব পালন করবেন চিত্রলেখা গুহ। সিনেমাটির চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন রাকিবুল হাসান। প্রধান সহকারী পরিচালক ও শিল্প নির্দেশকের দায়িত্ব পালন করবেন উত্তম গুহ। আবহসংগীত পরিচালনা করবেন সৈয়দ সাবাব আলী আরজু। সম্পাদনা করবেন মহাদেব। সিনেমাটির সহকারী পরিচালক হিসেবে কাজ করবেনÑসৈয়দ সাবাব আলী আরজু, সগীর মোস্তফা ও রানা মাসুদ। দুই ঘণ্টা দৈর্ঘ্যরে এ চলচ্চিত্রের চিত্রনাট্য রচনা ও পরিচালনা করবেন তানভীর মোকাম্মেল। এটি প্রযোজনা করবে কিনো-আই ফিল্মস, সহপ্রযোজক হিসেবে রয়েছেন হাসনা জসীমউদ্দীন মওদুদ।
আরও পড়ুন
‘আপনাদের মন বলতে কিছু নেই’
প্রতিবছরই এভাবেই বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান: তমালিকা
‘পিনিক’–এ ফার্স্ট লুকে অন্য রকম বুবলী