January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 6th, 2022, 4:46 pm

শেরপুরের নকলায় বজ্রপাতে নিহত ২

ফাইল ছবি

জেলা প্রতিনিধি, শেরপুর :

শেরপুরের নকলায় বজ্রপাতে দুই জন নিহত হয়েছে । ৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে ।

নিহতরা হলেন নকলা উপজেলার উরফা ইউনিয়নের হাসনখিলা গ্রামে মনেজ আলীর ছেলে রফিকুল ইসলাম (৩০) এবং চন্দ্রকোনা ইউনিয়নের রেহারচর গ্রামের মৃত সিদ্দিক সরকারের ছে‌লে নাজমুল হক (৪৫)।

স্থানীয়সূত্রে জানা যায় রফিকুল ইসলাম মঙ্গলবার সকালে তার বাড়ীর পাশে বীজতলায় আমন ধানের চারা তুলতে যায়। ওই সময় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল এবং হঠাৎ বজ্রপাতে রফিকুল আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন । পরে স্বজনরা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরজন নাজমুল হক সকা‌লে বৃষ্টির মধ্যে নদীতে মাছ ধরতে যায়। বাড়ি ফি‌রতে বিলম্ব হওয়ায় তার বড় ভাই মোজাম্মেল হক তাকে খুজতে বের হয় এবং খোজাখুজির এক পর্যায় ওই গ্রামের সফর উদ্দিনের পুকুর পাড়ে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন ।

নকলা থানার অফিসার ইনচার্জ মো. মুশফিকুর রহমান ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে বলেন এসব ঘটনায় আইনগত ব‌্যবস্থা প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে ।