অনলাইন ডেস্ক :
রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। কয়েকদিন পরেই মুক্তি পাচ্ছে এই সিনেমা। বর্তমানে এর প্রচারে ব্যস্ত সিনেমার কলাকুশলীরা। এদিকে সিনেমাটি মুক্তির আগে ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে অবস্থিত মহাকালেশ্বর মন্দিরে পূজা করতে গিয়েছিলেন রণবীর ও আলিয়া। কিন্তু আন্দোলনের মুখে তাদের পরিকল্পনা ভেস্তে যায়। মহাকাল থানার পুলিশ খবরটি নিশ্চিত করেছেন। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রণবীর ও আলিয়া মন্দিরে প্রবেশের আগে সেখানে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এতে সেখানে বিশৃঙ্খলা তৈরি হয়। পুলিশ এসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে। তবে নিরাপত্তাজনিত কারণে পূজা না করেই সেখান থেকে ফিরে আসেন রণবীর-আলিয়া। জানা গেছে, ‘রকস্টার’ সিনেমার প্রচারের সময় রণবীর জানিয়েছিলেন, গরুর মাংস খেতে ভীষণ পছন্দ করেন। সম্প্রতি পুরোনো সেই ভিডিও ভাইরাল হয়েছে। এই অভিনেতার মন্তব্য ঠিকভাবে মেনে নিতে পারেননি নেটিজেনদের একাংশ। এ ছাড়া হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের প্রতিবাদে তাদের মন্দিরে ঢুকতে বাধা দেওয়া হয় বলে জানা গেছে।যদিও ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার পরিচালক আয়ান মুখার্জি মহাকালেশ্বর মন্দিরে সন্ধ্যা পূজা করেছেন। পরবর্তী সময়ে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে সেই ছবিও প্রকাশ করেছেন তিনি। ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি তিন ভাগে মুক্তি পাবে। প্রথম অংশের নাম রাখা হয়েছে ‘শিবা’। রণবীর-আলিয়া ছাড়াও এতে অভিনয় করছেনÑ অমিতাভ বচ্চন, নাগার্জুনা, মৌনি রায় প্রমুখ। আগামী ৯ সেপ্টেম্বর ভারতজুড়ে প্রায় ৫ হাজার পর্দায় মুক্তি পাচ্ছে এই সিনেমা।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত