চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অগ্নিকাণ্ডে অন্তত ৬৫ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার ভোর ৪টার দিকে উপজেলার চাম্বল ইউনিয়নের বাংলাবাজার জলদাস পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আজাদুল ইসলাম জানান, আগুন নেভাতে গিয়ে আটজন দগ্ধ হয়েছেন।
তিনি বলেন, ভোর ৪টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর আসে। খবর পেয়ে বাঁশখালী ও পেকুয়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ক্ষতিগ্রস্তদের দাবি, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।
আগুন লাগার কারণ জানতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলে জানান আজাদুল।
—ইউএনবি
আরও পড়ুন
রানওয়েতে বিমানের যান্ত্রিক ত্রুটি, ২ ঘণ্টা বন্ধ ছিল শাহ আমানত
কারা নির্বাচনে অংশ নিতে পারবেন না, জানালেন অ্যাটর্নি জেনারেল
‘থ্রি জিরো’ বাস্তবায়নে মুসলিম নেতাদের ভূমিকা রাখার আহ্বান