অনলাইন ডেস্ক :
বিশ্বের বিভিন্ন অংশে নতুন করে সংক্রমণ বৃদ্ধির মধ্যে দিয়ে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৬১ কোটি ১৯ লাখ ছাড়িয়েছে।
বৈশ্বিক ডাটা অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬১ কোটি ১৯ লাখ ৪৬ হাজার ৫৫৬ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৫ লাখ নয় হাজার ২৭৬ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ৩৭৮ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৭৪ হাজার ১৭১ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৪৪ লাখ ৭২ হাজার ২৪১ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ৫৭ জনে।
আরও পড়ুন
ডিএমপির ৫ কর্মকর্তার রদবদল
বাগেরহাটে চলছে সকাল-সন্ধ্যা হরতাল, ২০ স্থানে সড়ক অবরোধ
পল্লী বিদ্যুতে ‘গণছুটিতে’ থাকা কর্মীরা ২৪ ঘণ্টার মধ্যে কাজে না ফিরলে ব্যবস্থা