জেলা প্রতিনিধি, ডামুড্যা (শরীয়তপুর) :
শরীয়তপুর জেলা ডামুড্যা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে আমন ধানের চারা ক্রয় করতে ডামুড্যা বন্দরে ভীড় জমে উঠেছে। কৃষকের মনে আনন্দ জেগে উঠেছে এবং মুখে ফুটেছে হাসি। টানা কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে কৃষকরা জমিতে স্থানীয়ভাবে বিভিন্ন প্রকারের ধানের চারা রোপন করার ভীড় জমেছে। ডামুড্যা উপজেলা দারুল আমান ইউনিয়নের কৃষক জালান উদ্দিন বলেন, ঘন বৃষ্টি হওয়ার কারণে জমিতে পানি থাকায় রোপন আমন ধানের চারা কিনতে এসেছি। উপজেলা পূর্ব ডামুড্যা ইউনিয়নের পেদাকান্দি গ্রামের মালেক পরমানিক ৪০ কড়া জমির জন্য ২২০০ টাকায় চারা কিনেন। পূর্ব ডামুড্যা ইউনিয়নের ঠেঙ্গারবাড়ী গ্রামের দুলাল বেপারী ৮০ কড়া জমির জন্য চারা কিনতে আসেন। কৃষক ওলীউল্লাহ ধানের চারা বিক্রি করতে এসে বেশি দাম পেয়ে অনেক খুশি হয়েছে। উপজেলা ধানকাটি ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার নেছার উদ্দিন বলেন, এবার আমার এলাকায় তিনশত হেক্টর জমিতে আমন ধানের চারা আবাদ করেছেন। পূর্ব ডামুড্যা ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার মিজান বলেন, এই বৎসরে এই এলাকায় ৮০০ হেক্টর আমন ধানের আবাদ হয়েছে এবং এই ধানের চারা জীবনকাল হয়েছে ১১০-১১৫ দিন। ফলন ৩.৫ মেঃটন ধান। আমরা কৃষকদের সাথে আলাপ আলোচনা করি ও তাদের জমিতে গিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকি। উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে জানা গেছে, এই বৎসর ডামুড্যা উপজেলায় ১৭০০ হেক্টর জমিতে স্থানীয়ভাবে বিভিন্ন জাতের উফসী ধানের চারা আবাদ হয়েছে।
আরও পড়ুন
রংপুর নবায়নযোগ্য শক্তির জন্য ঐক্যবদ্ধ: ২০২৫ সালে ১০০% নবায়নযোগ্য শক্তির বাধা অতিক্রম করে
শীতার্ত মানুষের মাঝে রংপুর মহানগর জামায়াতের শীতবস্ত্র বস্ত্র বিতরণ
মহাস্থান হাটে ফুলকপি-মুলার কেজি ২ টাকা, খরচও উঠছে না কৃষকের