January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 9th, 2022, 7:51 pm

নতুন গান নিয়ে হাজির ক্ষ্যাপার দল

অনলাইন ডেস্ক :

অন্তর্জালে উন্মুক্ত হলো ব্যান্ড ক্ষ্যাপার দল’র চতুর্থ পরিবেশনা। ‘জানি একদিন’ নামের এই গানটি রচনা করেছেন শহীদ মাহমুদ জঙ্গী। প্রকাশ পেয়েছে প্রোটিউনের ব্যানারে। গানটির কণ্ঠ-সুর দিয়েছেন ব্যান্ডের অন্যতম সদস্য সুমন কল্যাণ। ব্যান্ড সদস্যদের নিয়ে গানটির ভিডিও নির্মাণ করেছে প্রোটিউন টিম। গানটি তৈরির গল্প প্রসঙ্গে সুমন কল্যাণ বলেন, ‘জঙ্গী ভাইয়ের কাছ থেকে গানটি পাই ২০১৭ সালে। তখনই আমরা বসে সুর করে ফেলি। আমার মনে হয়েছে- একটা ব্যান্ড করবো আর জঙ্গী ভাইয়ের মতো কিংবদন্তি গীতিকারের গান করবো না, তা তো হয় না। এই ভাবনা থেকেই গানটি করা। গান তৈরি হতেই এলো প্যানডেমিক। তাই আসতে খানিক বিলম্ব হলো।’ অন্যদিকে গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী বলেন, ‘সত্যি বলতে ব্যান্ডের প্রতি বরাবরই আমার আলাদা টান আছে। ব্যান্ডের জন্য লিখতে পারলে আরাম লাগে। এই গানটিও তাই। ক্ষ্যাপার দলকে সাধুবাদ জানাই, গানটি এত সুন্দরকরে প্রকাশের জন্য।’ ২০০০ সালে গঠিত হয় ক্ষ্যাপার দল। এর আগে আরও তিনটি গান প্রকাশ করে ব্যান্ডটি। সদস্যরা মনে করেন, ‘আমরা মূলত নিজেদের জন্য গান করি। এটাকে এক ধরনের আত্মতুষ্টি বলতে পারেন। এরপরেও যদিও কারও ভালো লেগে যায়, সেটি আমাদের জন্য অনুপ্রেরণার মতো।’