অনলাইন ডেস্ক :
সেরি আ শিরোপা ধরে রাখার অভিযানের শুরুতে বড় ধাক্কা খেল এসি মিলান। হ্যামস্ট্রিংয়ের অস্ত্রোপচার করায় পাঁচ মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন অভিজ্ঞ ডিফেন্ডার আলেসান্দ্রো ফ্লোরেন্সি। ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে গত বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছে মিলান। লিগে গত মাসে সাস্সুয়োলোর বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচে চোট পান ফ্লোরেন্সি। এরপর থেকে মাঠের বাইরে আছেন তিনি। মিলান জানিয়েছে, ফিনল্যান্ডে সফলভাবে সম্পন্ন হয়েছে ফ্লোরেন্সির অস্ত্রোপচার। আজ শনিবার তিনি ইতালিতে ফিরবেন এবং পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন। রোমা থেকে ধারে মিলানে এসে গত মৌসুমে দলটির সেরি আ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ফ্লোরেন্সি। এরপর সবশেষ গ্রীষ্মের দলবদলে তাকে স্থায়ীভাবে দলে টানে স্তেফানো পিওলির দল। চোটে পড়ার আগে এই মৌসুমে দুটি ম্যাচ খেলতে পারেন ৩১ বছর বয়সী এই ফুটবলার। সেরি আয় পাঁচ ম্যাচে তিন জয় ও ২ ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে তিন নম্বর স্থানে আছে মিলান। ইতালির শীর্ষ লিগে আজ শনিবার মিলানের প্রতিপক্ষ সাম্পদোরিয়া।
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল