রংপুরের তারাগঞ্জ উপজেলায় রবিবার ভোরে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে সাত দিনের শিশুসহ তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন।
নিহত অপর দুজন হলেন বন্যা (৩০) এবং রফিকুল ৪০।
তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জানান, ভোর সাড়ে ৫টার দিকে নীলফামারীগামী ‘ভাই ভাই পরিবহন’-এর বাসটি খারুভাজ সেতুর কাছে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় অ্যাম্বুল্যান্সে থাকা এক পরিবারের সাত সদস্য গুরুতর আহত হয়েছেন।
ওসি বলেন, আহতদের উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ ও হাসাপাতালে পাঠালে সেখানে তিনজনের মৃত্যু হয়।
এর আগে গত ৫ সেপ্টেম্বর রংপুর-দিনাজপুর মহাসড়কে উপজেলার খারুভাজ সেতুর কাছে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত ও অর্ধশতাধিক আহত হন।
—-ইউএনবি
আরও পড়ুন
চীনের বাজারে ঝুঁকির মুখে পড়েছে পশ্চিমা গাড়ি কোম্পানিগুলো
লস অ্যাঞ্জেলেসে দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ২৪
কোম্পানীগঞ্জে বিলুপ্ত পথে খেজুর গাছ ও রস!