December 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 11th, 2022, 3:42 pm

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাপুয়া নিউগিনি

অনলাইন ডেস্ক :

পাপুয়া নিউগিনিতে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, স্থানীয় সময় সকাল ৯টা ৪৬ মিনিটে ভূমিকম্পটি ৯০ কিলোমিটার গভীরে আঘাত হানে।

প্রত্যন্ত ও অনুন্নত অঞ্চলে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং গুরুতর আহত বা মৃত্যু হয়েছে কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দেশটির কেন্দ্রীয় অঞ্চলে ২০১৮ সালে ঘটে যাওয়া সাত দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ১২৫ জন নিহত হয়েছিল। সেই ভূমিকম্পটি প্রত্যন্ত ও অনুন্নত এলাকাগুলোতে আঘাত হানে এবং ক্ষয়ক্ষতি ও আঘাতের মাত্রা সম্পর্কে মূল্যায়ন করতেও দেরি হয়েছিল।

রাজধানী পোর্ট মোরেসবির জিওফিজিক্যাল অবজারভেটরির সিসমোলজিস্ট ফেলিক্স তারানু বলেন, রবিবারের ভূমিকম্পের প্রভাব সম্পর্কে জানা এখনকার জন্য দ্রুত হয়ে যায়। যদিও এর শক্তির বিচারে সম্ভবত এটি যথেষ্ট ক্ষতি করেছে।

ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) তখন থেকে পরামর্শ দিয়েছে যে এই অঞ্চলের জন্য কোনো সুনামির হুমকি নেই।

পাপুয়া নিউগিনি নিউগিনি দ্বীপের পূর্বার্ধে অবস্থিত। যা ইন্দোনেশিয়ার পূর্বে ও পূর্ব অস্ট্রেলিয়ার উত্তরে অবস্থিত।

এটি প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’ নামে পরিচিত। প্রশান্ত মহাসাগরের চারপাশে সিসমিক ফল্টের চাপের কারণে বেশিরভাগ ভূমিকম্প এবং আগ্নেয়গিরির কার্যকলাপ এখানে ঘটে।