January 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 11th, 2022, 3:45 pm

তেজগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

রাজধানীর তেজগাঁও এলাকায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত আলী হোসেন (১৬) ওই এলাকার বাসিন্দা ও সরকারি বিজ্ঞান কলেজের দশম শ্রেণির ছাত্র।

হোসেনের বাবা আজমির মাতবর জানান, সকাল সাড়ে ৭টার দিকে তেজগাঁও শিল্প এলাকায় বাংলাদেশ সরকার (বিজি) প্রেসের সামনে আলী হোসেন কোচিং ক্লাসে যাওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ি ধাক্কায় সে গুরুতর আহত হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

—-ইউএনবি