অনলাইন ডেস্ক :
এক দশকের বেশি সময়ে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। দর্শকদের উপহার দিয়েছেন বেশ কিছু ব্যবসাসফল সিনেমা। এবার নতুন একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হচ্ছেন অপু। প্রসাধনী প্রতিষ্ঠান ন্যাচার কেয়ারের তেলের ওভিসির জন্য চুক্তিবদ্ধ হলেন অপু বিশ্বাস। খুব শিগগির শুটিং শুরু করবেন বলে জানান এই নায়িকা। সম্প্রতি রাজধারনীর গোল্ডেন টিউলিপ রেস্তোরাঁয় এক অনুষ্ঠানের মাধ্যমে ছয় মাসের জন্য প্রতিষ্ঠানটির সাথে চুক্তিবদ্ধ হন অপু। অনুষ্ঠানে ন্যাচার কেয়ারের প্রতিষ্ঠাতা কামরুনাহার মজুমদার নোভা ও সৈয়দ তাহমিদ উপস্থিত ছিলেন। এছাড়া প্রার্থনা ফারদিন দীঘি, কোরিওগ্রাফার গৌতম সাহা, ট্রিও ভিজ্যুয়ালসের সিইও মুস্তফা তারিক হাদীসহ অনেকেই উপস্থিত ছিলেন। ওভিসিটির কোরিওগ্রাফি করবেন গৌতম সাহা।
আরও পড়ুন
নিউইয়র্কে ঘুরে বেড়াচ্ছেন শাকিব-বুবলী, সঙ্গে ছেলে বীর
কার কাছে বিচার দেবো, জানি না: শবনম ফারিয়া
সোশ্যাল মিডিয়ায় দ্বন্দ্বে জড়ালেন বাঁধন-সাবা