January 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 11th, 2022, 7:32 pm

‘কালা চশমা’ গানে নেচে ভাইরাল বাংলাদেশ লিজেন্ড

অনলাইন ডেস্ক :

গত শনিবার থেকে ভারতে শুরু হয়েছে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের দ্বিতীয় আসর। বিভিন্ন দেশের সাবেক তারকাদের মতো বাংলাদেশের লিজেন্ডরাও অংশ নিয়েছেন এই টুর্নামেন্টে। কানপুরে রোববার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ লিজেন্ডসের প্রতিপক্ষ ছিলো ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস। মাঠে নামার আগে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বলিউডের জনপ্রিয় গান ‘কালা চশমা’র সঙ্গে নেচেছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। তাদের নাচানাচির ভিডিও এরইমধ্যে ভাইরাল হয়েছে। ভিডিওতে ছিলেন আবদুর রাজ্জাক, মেহরাব হোসেন অপি, জাবেদ ওমর, শাহাদাত হোসেন রাজিবসহ অন্য খেলোয়াড়রা। বিকেল ৪টায় শুরু হয়েছে বাংলাদেশ লিজেন্ডসদের ম্যাচ। বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন শাহাদাত হোসেন রাজিব। অন্যদিকে উইন্ডিজের নেতৃত্বে আছেন ব্রায়ান লারা। টসে জিতে ব্যাটিং করতে নেমেছে বাংলাদেশ। প্রতিবেদন লেখার সময় বাংলাদেশ লিজেন্ডসের সংগ্রহ ১৫ ওভারে ৬ উইকেটে ৬৮ রান। ধীমান ঘোষ ১৪ ও মোহাম্মদ শরীফ ৩ রানে ব্যাট করছেন। অলকা কাপালি ১৯ ও আফতাব আহমেদ ১৩ রান করে সাজঘরে ফিরেছেন।