রাজশাহী নগরীর তালাইমারী এলাকায় পদ্মা নদীতে দুটি নৌকাডুবির ঘটনায় তিনজন কৃষি শ্রমিক নিখোঁজ হয়েছেন। রবিবার সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজ শ্রমিকরা হলেন-রাজশাহী নগরীর মতিহার থানার চরশ্যামপুর এলাকার বাসিন্দা নজু, নবী ও সাদেক।
রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক জাকির হোসেন জানান, জোগার ঘাট এলাকা থেকে মধ্যচরের দিকে যাওয়ার সময় নদীতে প্রবল স্রোতের কারণে ২৭ শ্রমিক বহনকারী নৌকাটি ডুবে যায়।
তিনি বলেন, তাদের মধ্যে ২৪ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা নিখোঁজ রয়েছে।
ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি।
—-ইউএনবি

আরও পড়ুন
মতপার্থক্য থাকবে, কিন্তু মতবিভেদ নয়: তারেক রহমান
১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি: আসিফ নজরুল
ইরানে সরকার বিরোধী বিক্ষোভ তুঙ্গে, নিহতের সংখ্যা ২০০ ছাড়ালো