January 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 12th, 2022, 7:37 pm

সাবেক স্বামী জায়েদকে নিয়ে যা বললেন ন্যানসি

অনলাইন ডেস্ক :

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত শিল্পী নাজমুন মুনিরা ন্যানসি গত বছর পারিবারিক আয়োজনে গীতিকার মহসিন মেহেদীকে বিয়ে করেছেন। চলতি বছরের জুনে তৃতীয় কন্যার মা হন এই শিল্পী। ন্যানসি সবসময় সাফ সাফ কথা বলেন। সম্প্রতি ফেসবুক লাইভে বললেন নিজেদের অজানা কিছু কথা। জানালেন তাঁর সাবেক স্বামী জায়েদ যে বিয়ে করেছেন, সে কথাও। দ্বিতীয় বিয়ে কেনো ভেঙেছে এ বিষয়ে জানালেন। বললেন, ‘আমার যিনি প্রাক্তন ছিলেন, যিনি আমার সন্তানের পিতা; তার প্রতি আমি যেমন শ্রদ্ধাশীল তিনিও আমার প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু জীবনে চলার পথে যখন আমাদের মনে হয়েছে কোথাও আমাদের ঘাটতি রয়েছে, তখন আমরা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই। আর এই সিদ্ধান্ত আমরা বুঝে শুনেই নিয়েছি। ’ তিনি বলেন, ‘আমি বিয়ে করে সংসার করছি আর আমার প্রাক্তন একা জীবন যাপন করছেন এমনটা অনেকে ভাবছেন! তাদের অবগতির জন্য জানাচ্ছি, আমার প্রাক্তনও সংসার করছেন, সুখে আছেন। যার সঙ্গে দীর্ঘ দিন প্রণয়ে ছিলেন, তাকে বিয়ে করেছেন। তারা ভালোবেসে ঘর বেঁধেছেন। ’ ন্যানসি বলেন‘অনেক দিন ধরে এসব প্রশ্ন শুনছি। কিন্তু আমার স্বামী (মেহেদী) এসব পছন্দ করেন না। তিনি মনে করেন, ব্যক্তিগত ও শিল্পীজীবন দুটো আলাদা। কিন্তু কিছু মানুষের এত বেশি আগ্রহ যে কিছু প্রশ্নের উত্তর না দিলেই নয়। ’মহসিন মেহেদীকে বিয়ের প্রসঙ্গে ন্যানসি বলেন, ‘আমি মেহেদীকে ভালোবেসে বিয়ে করেছি। আমার মনে হয়, ভালোবাসা ও প্রণয়ের মধ্যে কিছুটা তফাত রয়েছে। প্রণয়ের চেয়ে ভালোবাসার গভীরতা অনেক বেশি। মেহেদীর প্রতি আমার অনেক আস্থা। এই আস্থা ও ভালোবাসার জায়গা থেকে আমরা একে অপরকে বিয়ে করি। আল্লাহর অশেষ রহমতে আমাদের একটি কন্যা সন্তানও আছে। ’দুজনের বয়সের পার্থক্য এ গায়িকা বলেন,‘মেহেদীর চেয়ে আমি ৯ বছরের ছোট। আমার মনে হয়, এতটুকু ছোটবড় হওয়াটা পারফেক্ট। এতে করে পথচলাটা মসৃণ হয়। ’বর্তমান সংসারে কেমন আছেন, এ প্রশ্ন ভক্তদের রয়েছে। কেননা ন্যানসি নিজেই এই প্রশ্নের উদ্রেক করেছিলেন। এরও জবাব দিয়েছেন, জানিয়েছেন তিনি এই সংসারে ভালো আছেন।